Friday, October 3, 2008

Kolponar Onuvuti

[বহু বছর আগে, স্কুলে যখন পড়তাম তখন একটা স্বপ্ন দেখেছিলাম.... কোনো এক দূর দেশের ছোট্ট এক গ্রামে ছোট্ট আমি অনেক ভাই-বোনদের সাথে থাকতাম। কোনো এক অজ্ঞাত কারনে আমরা সবাই একেকদিকে ছিটকে পড়লাম। ন্বপ্নে সবই সম্ভব... তাই নিমেষে বড় হয়ে উঠলাম। একদিন রাস্তায় চলতে চলতে কোনো এক পরিচিত মুখ চোখে পড়ে যায়; হয়ত কোনো বোনের মুখ (এখন আর মনে নেই)। তাকে খুঁজে পেয়ে অন্যদেরও খুঁজে পেলাম (স্বপ্নের লীলাখেলা...)। 

এরপর আমাদের সে কি কান্না!!.... সেদিন সকালে আমার বালিশের একপাশ সম্পূর্ন ভিজে গিয়েছিল... ]

কল্পনার অনুভূতি

ক্ষনিকের কল্পনায় এসেছিলে তোমরা 
আদিম এক ভালোবাসা নিয়ে। 
কখনো সূর্য, কখনো মেঘরাশি, 
কখনো ঝড় নিয়েছিল ভাসিয়ে 

তবু হেসেছিলাম কল্পনায় 
হয়তো বাস্তবেও... 

হৃদয়ের টান কোথা হতে আসে? 
প্রকৃতি, একি খেলা তোমার! 
নিঃসঙ্গ অলসতায় বুকে টান লাগে - 
হয়ত কাল্পনিক তোমাদের, হয়ত বাস্তব আমার। 

তবু সুখ পেয়েছিলাম কল্পনায় 
হয়তো বাস্তবেও... 

স্মৃতি মলিন হয়; এইতো নিয়ম 
অনুভূতি থেকে যায় প্রখর - 
অপেক্ষার কষ্ট, মিলনের আনন্দ; 
অশ্রু বয়ে যায় অঝর! 

কেঁদেছিলাম সেদিন কল্পনায় 
... এবং বাস্তবেও। 


13 comments:

toxoid_toxaemia said...

পড়েই মনে হচ্ছে গানে রূপ দিলে দারুন লাগবে।
কবে গেয়ে শোনাবেন এটা ???

Shakil Mahmood said...

আবার GUN!!!

toxoid_toxaemia said...

জ্বি ভাইয়া, gun না হলে তো অগ্নিস্ফুলিংগ বের হচ্চেনা পুরোপুরি !

বৃষ্টি বিলাসিনি said...

gun na gaan...buddhu toxi...

amar khub bhalo laglo...kolponai hariye giyechilam...onuvhuti ta besh...

Shakil Mahmood said...

টক্সি কিন্তু ঠিকই বলেছে... GUN ছাড়া তো আর অগ্নিস্ফূলিঙ্গ বে রকরা যাচ্ছে না... কল্পনায় হারিয়েছো শুনে বেশ লাগলো, পথ খুঁজে পেয়ে আবার (এই মরার নোটিশে proceed বাটন চেপে) এই ব্লগে আসতে পেরেছো দেখে বেশ বেশ লাগলো.. হা হা

বৃষ্টি বিলাসিনি said...

নাহ! টক্সি মোটেও ঠিক কথা বলেনি।

আর মরার নোটিশে মানে?

Shakil Mahmood said...

দেখছো না, ব্লগে ঢুকার আগেই নোটিশ দেয় - possible blooger spamming না কী জানি একটা ছাতার নোটিশ

toxoid_toxaemia said...

ভাইয়া ছাগীর সাথে তর্ক কইরা লাভ নাই; যে অগ্নিস্ফুলিঙ্গের মানে জানেনা তাকে তো হাজার চেষ্টা করলেও বোঝানো সম্ভব নয়।

গুগুলের ছাগুগুলো আপনাকে কি জবাব দিয়েছে ???

Shakil Mahmood said...

গুগলের ছাগলগুলা কিছু বলেনাই... চুপে-চাপে ঠিক কইরা দিয়া গেছে

যাযাবর said...

লেখাটা পড়ে বুকের মধ্যে খালি খালি টান লাগছে ;( আমি প্রায় নিজেকে স্বান্তনা দেই এই বলে যে- জীবনটা একটা ট্রেন। মানুষগুলো আসে যায়, উঠে নামে... আত্নার আত্নীয়ও কখনো কখনো কতটা অনাত্নীয় হয়ে যায়... সবই যাত্রার অভিশাপে!

Shakil Mahmood said...

আত্নার আত্নীয়ও কখনো কখনো কতটা অনাত্নীয় হয়ে যায়... সবই যাত্রার অভিশাপে! --- ধরে নিচ্ছি, আপনি এই কথা বলতে - জীবন-যাত্রায় মানুষগুলো কখনো আপন, কখনো পর হয়ে যায় - এই বুঝাতে চেয়েছেন। কিন্তু আপি, স্মৃতি তো থেকে যায়; হোক সেটা ভালো বা খারাপ।

আমি কিন্তু এই স্বপ্ন হুবহু দেখেছি আরেকবার; যখন কলেজে পড়তাম...

বৃষ্টি বিলাসিনি said...

অগ্নিস্ফুলিঙ্গের মানে তুই বুঝলে হলো আর কারো বুঝতে হবেনা। নিজেকে খুব সঠিক মনে হয় না? শিপলুদা, তুমিও অর সাথে তাল মিলাচ্ছ ভাল হচ্ছে কি?

আর হে আমি কোনো রকমের নোটিশ দেখতে পেলাম না। কিসের কথা বলছো বুঝতে পারলাম না।

Shakil Mahmood said...

নোটিশ এখন আর নাই... সরিয়ে ফেলেছে...